কর না দেয়ায় এসএস ভিকি প্যাকেজিংয়ের বিরুদ্ধে মামলা


প্রকাশিত: ১২:৩২ পিএম, ২১ জুলাই ২০১৫

২০ কোটি টাকার সরকারি বন্ড সুবিধা অবৈধভাবে ব্যবহার ও ট্যাক্স পরিশোধ না করায় রাজধানীর যাত্রাবাড়ি এলাকার এসএস ভিকি প্যাকেজিং নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

প্রতিষ্ঠানটি ডুপ্লেক্স বোর্ড, আর্ট কার্ড, লাইনার পেপার ও প্রিন্টিং পেপার বিক্রি করে আসছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সহকারী কমিশনার উম্মে নাহিদা আক্তার।

তিনি জানান, প্রতিষ্ঠানটি ২০১১ সাল থেকে অবৈভভাবে ব্যবসা করে আসছে। শুল্ক পরিশোধ না করে প্রতিষ্ঠানটি লোকাল মার্কেটে আমদানিকৃত পণ্য বিক্রি করে আসছিল।

প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মোট সাড়ে সাত কোটি টাকার কর ফাঁকির অভিযোগ পাওয়া গেছে।এঘটনায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে  বলেও জানান তিনি।

জেইউ/এসকেডি/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।