আমিরাতে অগ্নিকাণ্ডে দুই বিদেশিসহ নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:১৫ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৮

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ শহরে আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজন নিহত হয়েছে। সোমবার সকালে স্থানীয় কর্মকর্তারা বলেছেন, নিহতদের মধ্যে দুই শিশুসহ বিদেশিও রয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় দমবন্ধ হয়ে মারা গেছে তারা।

শারজাহ সিভিল ডিফেন্সের পরিচালক কর্নেল সামি খামিস আল নাকবি বলেন, আল বুতিনাহ এলাকার ওই ভবনের প্রথম তলায় আগুনের সূত্রপাত হয় সোমবার রাত ১টার দিকে। এতে কমোরোস দ্বীপের এক বাসিন্দাসহ মোট আটজন আহত হয়েছেন।

নিহতদের মধ্যে পাকিস্তানি একজন নারী, ভারত ও আরবের একজন করে পুরুষ এবং আরবের দুজন শিশু রয়েছে। সবার মরদেহ শারজাহর আল কাশিমি হাসপাতালে নেয়া হয়েছে।

তিনি বলেন, রাত ১টার পর আগুন ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনার পর ভবনটি সিলগালা করে দেয়া হয়েছে। এছাড়া অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

পুলিশের অপারেশন বিভাগের পরিচালক ব্রি. মোহাম্মদ রশিদ বায়াত বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো অপরাধমূলক উদ্দেশ্যের আলামত পাওয়া যায়নি। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি।’

সূত্র : গালফ নিউজ, খালিজ টাইমস।

এসআইএস/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।