রাজিবের মুক্তির দাবিতে ছাত্রদলের বিক্ষোভ


প্রকাশিত: ১২:০৬ পিএম, ২১ জুলাই ২০১৫

ছাত্রদল সভাপতি রাজিব আহসানের মুক্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও শাহবাগে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। মঙ্গলবার দুপুর ১২টা ও ১টায় পৃথক এই কর্মসূচি পালন করেন তারা।

জানা গেছে, দুপুর ১২টায় বাংলা একাডেমির সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে তিন নেতার মাজারে কাছে আসলে পুলিশি বাধায় তা ছত্রভঙ্গ হয়ে যায় মিছিলটি।

এসময় ছাত্রদল সহ-সভাপতি তারেকুজ্জামান তারেক, মামুন বিল্লাহ, মনিরুজ্জামান রেজিন, ইফতেখার কবির, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান সোহাগ, আবদুর রহমান হাওলাদার সেতু, মেহবুব মাসুম শান্ত প্রমুখ বিক্ষোভে অংশ নেন।

পরবর্তী দুপুর ১টায় আরেকটি বিক্ষোভ মিছিল শাহবাগে অবস্থিত ঢাকা ক্লাবের সামনে থেকে শুরু হয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে গিয়ে শেষে হয়।

এসময় বিক্ষোভ মিছিলে অংশ নেন ছাত্রদল সহ সভাপতি ইফতেখার কবির, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান সোহাগ, মেহবুব মাসুম শান্ত, সহ-সাংগঠনিক সাইদুর রহমান রয়েল, সহ-সাধারণ সম্পাদক রতন বালা, ফয়সাল প্রমুখ।

এমএম/বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।