প্রাইভেটাইজেশন কমিশন-বিনিয়োগ বোর্ড একীভূতকরণের কাজ চলছে


প্রকাশিত: ১১:৫০ এএম, ২১ জুলাই ২০১৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন যে, দেশে বিনিয়োগ ও শিল্পায়ন জোরদার করতে বেসরকারিকরণ কমিশন এবং বিনিয়োগ বোর্ড (বোর্ড অব ইনভেস্টমেন্ট) একীভূত হবে। তিনি বলেন, দেশে বিনিয়োগ ও শিল্পায়ন আরো ত্বরান্বিত করতে আমরা বেসরকারিকরণ কমিশন এবং বিনিয়োগ বোর্ডকে এক করতে চাই।

মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন তিনি। শেখ হাসিনা বলেন, একীভূতকরণের কাগজ-পত্র তৈরির কাজ প্রায় সম্পন্ন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ প্রক্রিয়া শিগগির করার নির্দেশ দেয়া হয়েছে।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধি সম্পর্কে শেখ হাসিনা বলেন, তার সরকার ২০০৯ সালে তাদের পে-স্কেল দিয়েছে। ওই পে-স্কেলে বেতন-ভাতা বৃদ্ধি নামমাত্র ছিল না। এতে যথেষ্ট বেতন-ভাতা বেড়েছে।

প্রধানমন্ত্রী বলেন, আরো একটি পে-স্কেল চলতি মাস থেকে কার্যকর হতে পারে। আল্লাহর রহমতে এ প্রক্রিয়া প্রায় সম্পন্নের পথে এবং আমরা এটা বাস্তবায়ন করবো।

বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।