ডি ভিলিয়ার্সকে সরিয়ে আবারো শীর্ষে স্মিথ


প্রকাশিত: ১১:৪৩ এএম, ২১ জুলাই ২০১৫

ইংল্যান্ডের বিপক্ষে এ্যাশেজ সিরিজের দ্বিতীয় ম্যাচে জয়ের মূল নায়ক অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান স্টিভেন স্মিথ আবারো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের টেস্ট ব্যাটিং র্যাাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছেন।

এর আগে কার্ডিফে অনুষ্ঠিত প্রথম টেস্টে দুই ইনিংসে ৩৩ রানে আউট হবার পর দক্ষিণ আফ্রিকান অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের কাছে র্যা ঙ্কিংয়ের শীর্ষস্থানটি হারিয়েছিলেন ২৬ বছর বয়সী এই ব্যাটসম্যান। অস্ট্রেলিয়ান এই ব্যাটসম্যান শেষ আটটি টেস্টে ছয়টি সেঞ্চুরি হাঁকিয়েছেন। ডি ভিলিয়ার্স থেকে ২৮ র্যা ঙ্কিং পয়েন্ট এগিয়ে থেকে  এখন এক নম্বরে রয়েছেন স্মিথ। বর্তমানে তিনি ক্যারিয়ার সেরা ৯৩৬ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছেন।

এদিকে অস্ট্রেলিয়ান বাঁহাতি পেসার মিশেল জনসন তিন ধাপ উপনে উঠে টেস্ট বোলিং র্যা ঙ্কিংয়ে চতুর্থ স্থানে উঠে এসেছেন। আর একটিমাত্র উইকেট দখল করতে পারলে পঞ্চম অস্ট্রেলিয়ান বোলার হিসেবে টেস্টে ৩০০ উইকেটে মালিক হবেন জনসন। তবে র্যা ঙ্কিংয়ে শীর্ষে রয়েছেন যথারীতি দক্ষিণ আফ্রিকা ডেল স্টেইন।  

এমআর/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।