মিসরে সামরিক অভিযানে ১৬ জঙ্গি নিহত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:০৭ এএম, ১২ ফেব্রুয়ারি ২০১৮

মিসরের সেনাবাহিনী জানিয়েছে, তারা সিনাই উপত্যকায় সামরিক অভিযান চালিয়ে ১৬ জঙ্গিকে হত্যা করেছে এবং আরও ৩০ জনের বেশি জঙ্গিকে আটক করেছে।

সেনা মুখপাত্র কর্নেল তামের রিফাই জানিয়েছেন, জঙ্গিদের বেশ কিছু ঘাঁটি, পরিবহন, অস্ত্র ভান্ডার এবং যোগাযোগ কেন্দ্র লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে।

এক বিবৃতিতে রিফাই বলেন, সন্ত্রাসীদের ব্যবহৃত ৬৬টি লক্ষ্য ধ্বংস করেছে বিমান বাহিনী। সিনাই উপত্যকা থেকে জঙ্গিদের হটাতে দেশের সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী শুক্রবার যৌথভাবে অভিযান শুরু করে।

গত বছরের নভেম্বরে সিনাই প্রদেশের উত্তরাঞ্চলে বির আল আবেদ এলাকার একটি মসজিদে হামলার ঘটনায় কমপক্ষে ২৩৫ জন নিহত হয়। এরপর থেকেই দেশে জঙ্গি ও সন্ত্রসী বিরোধী অভিযান শুরু হয়। আগামী মাসে মিসরে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে।

টিটিএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।