ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:০৪ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৮

ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথির সহযোগিতায় দেশটির সেনাবহিনী সৌদি আরবের একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তায়েজ প্রদেশে বন্দর নগরী ‘মোখা’র কাছে সৌদি আরব প্রতিরক্ষা ব্যবস্থাটি স্থাপন করেছিল।

ইয়েমেনি সেনাবাহিনীর উপ-মুখপাত্র ব্রিগেডিয়ার আজিজ রাশিদ আল-মাসিরা টিভি চ্যানেলকে বলেছেন, শুক্রবার আমাদের ক্ষেপণাস্ত্রের আঘাতে মার্কিন নির্মিত সৌদি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ‘এমআইএম-১০৪এফ’ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

এর ফলে ওই এলাকায় তাদের সেনাবাহিনীর আরও বড় পরিসরে অভিযান পরিচালনার সুযোগ সৃষ্টি হয়েছে বলে তিনি জানান। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে সৌদি আরবের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

গত ১ ফেব্রুয়ারি আল-মাসিরা জানিয়েছিল, আনসারুল্লাহ সমর্থিত সেনাবাহিনী দেশে তৈরি কাহের এম-২ ক্ষেপণাস্ত্র দিয়ে মা’রিব প্রদেশে সৌদি অনুচর বাহিনীর সামরিক ঘাঁটি ‘ওম আল-রিশ’-এ হামলা চালিয়েছে।

২০১৫ সালের মার্চ থেকে সৌদি আরব প্রতিবেশী ইয়েমেনে বিমান হামলা চালিয়ে আসছে। এ হামলায় এখন পর্যন্ত অন্তত ১৩ হাজার ৬০০ ইয়েমেনি নিহত হয়েছেন।

সূত্র : পার্সট্যুডে।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।