পাক বন্দিকে মুক্ত করতে হাসপাতালে হামলা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৫৮ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৮

সন্দেহভাজন সশস্ত্র জঙ্গিরা ভারত নিয়িন্ত্রত কাশ্মিরের একটি হাসপাতালে হামলা চালিয়ে সেখান থেকে এক বন্দীকে নিয়ে পালিয়ে গেছে। ২০১৪ সাল থেকে জেলখানায় থাকা ওই কয়েদিকে হাসপাতালে নেয়া হয়েছিল স্বাস্থ্য পরীক্ষার জন্য।

মঙ্গলবারের ওই হামলায় দু’জন ভারতীয় পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। তবে কোনও বেসামরিক ব্যক্তি বা হাসপাতাল কর্মী হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, পালিয়ে যাওয়া কয়েদি নাভিদ জাটের খোঁজে ব্যাপক তল্লাশি অভিযান চালানো হচ্ছে। জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইবার সাবেক কমান্ডার ছিলেন তিনি।

শ্রীনগরের শ্রী মহারাজা হরি সিং হাসপাতালে চেক আপের জন্য ছয়জন বন্দিকে নেয়া হয় এবং তাদেরই একজন ছিলেন নাভিদ। এই দলের মধ্যে তিনি ছিলেন একমাত্র পাকিস্তানি নাগরিক।

টিটিএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।