বাণিজ্য বাড়াতে ভারত ও রাশিয়ার চুক্তি


প্রকাশিত: ১২:৫৫ পিএম, ২০ জুলাই ২০১৫

দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদার করতে শুল্ক চুক্তি স্বাক্ষর এবং ব্যবসায়িক ভিসা সহজ করার পদক্ষেপ নিয়েছে ভারত ও রাশিয়া। উভয় দেশের বাণিজ্য খুবই কম হওয়ায় দেশ দুটি এ পদক্ষেপ নিয়েছে। গত বছর উভয়দেশের বাণিজ্যের পরিমাণ ছিল ৯.৫১ বিলিয়ন ডলার।

গত ৮ জুলাই উফায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যকার বৈঠকে উভয়ে বাণিজ্য বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেন। দুই নেতা আগামী ২০২৫ সাল নাগাদ বাণিজ্যের পরিমাণ ৩০ বিলিয়ন ডলার করার লক্ষ্য নির্ধারণ করেন।

রাশিয়ায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত পি এস রাগোভান উফা বৈঠকের প্রসঙ্গ টেনে বলেন, উভয় দেশের বাণিজ্য ও বিনিয়োগের পরিমাণ প্রত্যাশিত পর্যায়ের নয়। ফলে দু`দেশের নেতাই বাণিজ্য আরো জোরদারের ব্যাপক প্রত্যাশা করছেন।

তিনি বলেন, অপর্যাপ্ত যোগাযোগ, ভাষাগত সমস্যা, ভিসা জটিলতাসহ নিয়মনীতির সমস্যার কারণে বাণিজ্যের পরিমাণ খুবই কম।

উল্লেখ্য, নতুন শুল্ক চুক্তির ফলে স্থল ও সমুদ্রবন্দর থেকে খুব দ্রুতই আমদানি পণ্য খালাস করা সম্ভব হবে।

বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।