আগের প্রশাসনের চেয়ে ট্রাম্পের সঙ্গে সম্পর্ক দৃঢ় মেক্সিকোর

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:৪০ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৮

যুক্তরাষ্ট্রের আগের সব প্রশাসনের চেয়ে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক বেশি দৃঢ় বলে উল্লেখ করেছেন মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী লুইস ভিদেগারেই। শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ট সম্পর্কের কথা উল্লেখ করেছেন। খবর রয়টার্স।

মেক্সিকোর এই ঊর্ধ্বতন কূটনীতিক বলেন, আমি মনে করি অনেক ক্ষেত্রেই যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমান সম্পর্ক আগের মার্কিন প্রশাসনের চেয়ে অনেক বেশি গভীর ও ঘনিষ্ঠ। এটা হয়তো অনেক লোকজনকেই অবাক করতে পারে কিন্তুই এটাই জীবনের বাস্তবতা।

মেক্সিকো সিটিতে লুইস ভিদেগারেই যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে নিজেদের সম্পর্ক নিয়ে কথা বলছিলেন ঠিক সে সময়ই তার পাশে ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন এবং কানাডার পররাষ্ট্রমন্ত্রী ক্রিসটিয়া ফ্রিল্যান্ড।

ভিদেগারেই বলেন, আমাদের মধ্যে অনেক পার্থক্য আছে, প্রত্যেক দেশের মধ্যেই এমনটা আছে, কিন্তু তারপরেও আমরা একত্রে খুব কাছাকাছি থেকেই কাজ করে যাচ্ছি। আমরা ভবিষ্যতের জন্য ভালো একটি সম্ভাবনা খুঁজছি।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।