কলকাতার মণ্ডপে থ্রিডি দুর্গা প্রতিমা


প্রকাশিত: ০৬:৩৭ এএম, ২৭ সেপ্টেম্বর ২০১৪

এবারের দুর্গাপূজায় ভারতের কলকাতায় বেশ চমকপ্রদভাবে তুলে ধরা হবে দুর্গার প্রতিমাকে। শহরের এক মণ্ডপে এবার দেখা যাবে থ্রিডি দুর্গা প্রতিমা।

দক্ষিণ কলকাতার যোধপুর পার্ক পূজা মণ্ডপে ভারতীয় ঐতিহ্য আর ইতালীয় ও গ্রীক পুরাণের আদলে তৈরি করা হচ্ছে দেবী দুর্গার থ্রিডি প্রতিমূর্তি। আর বাংলার প্রত্যন্ত অঞ্চলের টেরাকোটা মন্দিরের আদলে তৈরি হচ্ছে মণ্ডপ।

শিল্পী কৌস্তভ চৌধুরী বলেন, থ্রিডিরূপে দেবী দুর্গাই হবে এ বছরের সেরা আকর্ষণ। দেবীকে থ্রিডিরূপে হাজির করতে দিন-রাত খেটে চলেছেন উজ্জ্বল মিত্র। তিনি বলেন, কম্পিউটারে গ্রাফিক্স কৌশল ব্যবহার করে প্রতিমা তৈরি করা হচ্ছে। এ জন্য হাজার হাজার টন এ-ফোর মাপের কাগজ ব্যবহার করা হয়েছে।

প্রতিমাটি থ্রিডি হলেও এটা দেখতে আলাদা চশমা পরতে হবে না। খালি চোখেই দেবীকে ওই রূপে দেখতে পাবেন সবাই।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।