গাজায় বিস্ফোরণে নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৩৬ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০১৮

গাজা উপত্যকায় একটি বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ৭ ফিলিস্তিনি নিহত হয়েছে। বৃহস্পতিবার ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, পারিবারিক বিরোধের জের ধরে ইচ্ছাকৃতভাবে বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর মিডেল ইস্ট আই।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, গাজা উপত্যকায় একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনায় শিশুসহ সাতজন নিহত এবং আরও ৩০ জন আহত হয়েছে।

এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, ঝগড়া চলার সময় পরিবারের এক সদস্য একটি গ্যাস ক্যানিস্টারে আগুন ধরিয়ে দিলে তা বিস্ফোরিত হয়। এই ঘটনা তদন্ত করা হচ্ছে বলে জানানো হয়েছে। প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বিস্ফোরণে দুইতলা বিশিষ্ট ভনটির ভয়াবহ ক্ষতি হয়েছে।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।