সিরিয়ায় বিমান হামলায় ২০ বেসামরিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:১৪ এএম, ০২ ফেব্রুয়ারি ২০১৮

সিরিয়ার আলেপ্পো এবং ইদলিব শহরে কয়েক দফা বিমান হামলায় কমপক্ষে ২০ জন বেসামরিক নিহত হয়েছে। একটি পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে, বৃহস্পতিবার সিরীয় বাহিনী দেশের উত্তরাঞ্চলীয় বিদ্রোহী অধ্যুষিত এলাকায় এসব হামলা চালিয়েছে। খবর এএফপি।

এদিকে, বিদ্রোহী অধ্যুষিত পূর্বাঞ্চলীয় ঘৌটা শহরে কামান হামলায় তিন শিশু নিহত হয়েছে। অপরদিকে, সানা নিউজ এজেন্সি জানিয়েছে, সরকারি অধ্যুষিত দামেস্কের কাছে কামান হামলায় সাতজন নিহত হয়েছে।

আলেপ্পো এবং ইদলিব প্রদেশে রুশ বাহিনীর সহায়তায় বিদ্রোহী এবং জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে হামলা চালাচ্ছে সিরীয় বাহিনী।

ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউমেন রাইটসের প্রধান রামি আবদেল রাহমান জানিয়েছেন, সিরীয় বাহিনীর হামলায় দক্ষিণাঞ্চলীয় আলেপ্পো প্রদেশে ১৫ বেসামরিক নিহত হয়েছে। অপরদিকে, প্রতিবেশী ইদলিব প্রদেশের সারাকেব শহরে সরকারি বাহিনীর বিমান হামলায় পাঁচ বেসামরিক নিহত হয়েছে।

২০১১ সাল থেকে সিরিয়ার সংঘাতে এ পর্যন্ত প্রায় সাড়ে তিন লাখ মানুষ নিহত হয়েছে। সেখানে কয়েক লাখ মানুষের জরুরি মানবিক সহায়তা প্রয়োজন।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।