কুড়িগ্রামে কলেজ ছাত্রের আত্মহত্যা
ডাক্তার বলছে বাবা হয়তো আর বেশি দিন বাচঁবেন না। যে কোনো সময় পৃথিবী থেকে বিদায় নিতে পারে। বাবা যদি পৃথিবী থেকে বিদায় নেয় তাহলে আমার পড়া লেখার কি হবে? কে আমাকে পড়ার খরচ দেবে? কিভাবে জীবন চলবে? এ সকল দুশ্চিন্তা করতে করতে এক পর্যায়ে সে পরিবারের লোকজনের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার তালুক শিমুলবাড়ী গ্রামে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, আব্দুল রাজ্জাকের বাবা দীর্ঘ দিন ধরে লিভার ক্যান্সার সমস্যায় ভুগঠিলেন এবং যে কোনো সময় তিনি মারা যেতে পারেন। কিন্তু গরীব অসহায় পরিবারের পক্ষে তার সু-চিকিৎসা করা সম্ভব হয়নি। একমাত্র ছেলে হয়েও আব্দুল রাজ্জাক বাবার জন্য কিছুই করতে পারেনি। এ সকল দুশ্চিন্তা করতে করতে সে আত্মহত্যা করেছে।
কুড়িগ্রামের ফুলবাড়ীতে রোববার রাত ১০টার দিকে তালুক শিমুলবাড়ী গ্রামের দিনমজুর অব্দুল সাত্তারের কলেজ পড়ুয়া মেধাবী ছেলে আব্দুল রাজ্জাক (১৭) পরিবারের অজান্তে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। হঠাৎ আব্দুল রাজ্জাকের গোঙানি শুনে পরিবারের লোকজন দরজা ভেঙে দেখে সে ধরনার সঙ্গে ঝুলে আছে। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ফুলবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে মেধাবী ছাত্র আব্দুল রাজ্জাকের অকাল মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ ব্যাপারে ফুলবাড়ী থানা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) সেলিম মালিক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
নাজমুল হোসেন/এসএস/এমএস