অবশেষে মুক্তি পাচ্ছে শ্বেতার এক নদীর গল্প


প্রকাশিত: ০৫:২৯ এএম, ২০ জুলাই ২০১৫

আবির্ভাবে তোলপাড়। তারপরই জীবনের অন্ধকার গলিপথে নিরুদ্দেশ। শেষ পর্যন্ত অবশ্য আদালতে সে সকল অন্ধকার অধ্যায় থেকে নিষ্কৃতি মিলেছে তার। মিডিয়ার স্পটলাইট থেকে এবার পর্দার আলোয় ফিরছেন শ্বেতা বসু প্রসাদ।

ছবির নাম ‘এক নদীর গল্প : টেল অফ এ রিভার’। সুনীল গঙ্গোপাধ্যায়ের ছোট গল্প অবলম্বনে ছবিটি তৈরি করেছিল পরিচালক সমীর চন্দ। শ্বেতা যখন ১৫-র কিশোরী, তখনই ছবিটি তৈরি হয়ে যায়। ৯ বছর বন্দি থাকার পর অবশেষে ছবিটি মুক্তি পাচ্ছে।

শ্বেতা জানিয়েছেন, ২০০৬ সালে ছবিটি তৈরি হয়েছিল। এতদিন পর সেটি মুক্তি পাচ্ছে। এর চেয়ে খুশির খবর কিছু থাকতেই পারে না। শুধু পরিচালক সমীর চন্দ, শ্বেতার ‘সমীর আঙ্কল’ই আজ নেই। সেই শূন্যতা কুরে-কুরে খাচ্ছে শ্বেতাকে। তবে আপাতত কোনোও ছবি করছেন না শ্বেতা। মুম্বইয়ের একটি প্রোডাকশন হাউসে স্ক্রিপ্ট কনসালট্যান্ট হিসেবে কাজ করছেন।

এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।