ইদলিবে রাশিয়ার বিমান হামলায় নিহত ৩৩

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:০৮ পিএম, ৩০ জানুয়ারি ২০১৮

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে রাশিয়ার কয়েক দফা বিমান হামলায় কমপক্ষে ৩৩ জন নিহত হয়েছে। রয়টার্স জানিয়েছে, নিহতদের মধ্যে একজন গর্ভবতী নারীও ছিলেন। সোমবার এসব হামলা চালানো হয়।

নিহতদের মধ্যে অধিকাংশই সারাকিদ শহরের। সরকার অধ্যুষিত আলেপ্পো শহরের প্রধান হাইওয়ের পাশে এবং উত্তর-পশ্চিমাঞ্চলীয় আবু আল দুহুর সেনা ঘাঁটি থেকে ২০ কিলোমিটার দূরে অবস্থিত ওই শহরটি। ওই এলাকাটি জঙ্গিদের হাত থেকে পুণর্দখল করেছে সরকার বাহিনী এবং তাদের জোট মিলিশিয়া বাহিনী।

বেসামরিক প্রতিরোধ ব্যবস্থা হোয়াইট হেলমেটের প্রধান মুস্তফা আল হাজ ইউসেফ জানিয়েছেন, কয়েক দফা বিমান হামলায় ৩৫ জনের বেশি মানুষ আহত হয়েছে। সারাদিক শহরের উত্তরাঞ্চলীয় একটি সবজির বাজারে মঙ্গলবার সকাল ছয়টায় ওই হামলা চালানো হয়েছে।

টেলিফোনে সাংবাদিকদের কাছে তিনি জানিয়েছেন, প্রথম হামলার পর যে হাসপাতালে আহতদের নিয়ে যাওয়া হয়েছে সেই হাসপাতালেও হামলা চালানো হয়েছে। এতে হাসপাতালের চিকিৎসা কর্মীরা আহত হন। হামলার কারণে হাসপাতালের চিকিৎসা সেবা বন্ধ হয়ে গেছে। ২০১৫ সাল থেকেই ইদলিব এবং এর আশেপাশের এলাকা বিরোধী গ্রুপগুলোর নিয়ন্ত্রণে চলে যায়।

টিটিএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।