দূরে বসে শপথ নিতে পারবেন না পুজেমন

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:০৪ পিএম, ২৯ জানুয়ারি ২০১৮

সরকার গঠন করতে চাইলে দেশে ফিরতেই হবে কার্লোস পুজেমনকে। দূরে বসে প্রেসিডেন্ট হিসেবে তিনি শপথ নিতে পারবেন না বলে রায় দিয়েছেন স্পেনের সাংবিধানিক আদালত।

এ রায়ের মধ্য দিয়ে প্রকারন্তরে স্প্যানিশ সরকারেরই জয় হলো বলে মনে করা হচ্ছে। কারণ সরকারের আর্জি ছিল, কোনোভাবেই কাতালুনিয়ার আঞ্চলিক পার্লামেন্ট যেন পুজেমনকে প্রেসিডেন্ট মনোনীত করতে না পারে।

আদালতের রায়ে বলা হয়েছে, পুজদেমন যদি সরকার গঠন করতে চান তবে বার্সেলোনায় মঙ্গলবারের শপথ অনুষ্ঠানে তাকে হাজির থাকতে হবে। এ ছাড়া সেজন্য একজন বিচারকের অনুমতি নেয়ার কথাও বলা হয়েছে।

১১ জন ম্যাজিস্ট্রেট সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত নেন। গেল অক্টোবরে পুজেমন ও তার প্রাক্তন মন্ত্রিসভার চার সদস্য বেলজিয়াম পালিয়ে যান।

পুজেমনের বিরুদ্ধে রাষ্ট্রদোহ্র, অর্থ কেলেঙ্কারির মতো একাধিক মামলা চলছে। তার শঙ্কা, এসব মামলায় ন্যায় বিচার পাবেন না তিনি।

পুজেমনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, কাতালুনিয়ার স্বাধীনতা চেয়ে তিনি অবৈধ গণভোটের আয়োজন করেছেন।

এদিকে আদালতের এমন রায়ে আসার একদিন আগেই দেশটির উপ-প্রধানমন্ত্রী মারিয়া সোরায়া সায়েন্থ সান্তা মারিয়া বলেন, ‘স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার তিনি (পুজেমন) হারিয়েছেন। স্পেনে ঢোকার সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করা হবে।’

একই ইঙ্গিত দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী।

সূত্র: ডয়েচে ভেলে।

এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।