কলকাতায় রেকর্ড দাম ডিজেলের

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:০১ পিএম, ২৯ জানুয়ারি ২০১৮

ডিজেলের দাম রেকর্ড ছুয়েছে কলকাতায়। সঙ্গে বেড়েছে পেট্রোলের দামও। ডিজেলের দাম সর্বকালের রেকর্ড ভেঙেছে কলকাতায়।

বর্ধিত মূল্য অনুযায়ী, রোববার থেকে কলকাতায় এক লিটার পেট্রোল বিক্রি হচ্ছে ৭৫ টাকা ৪৭ পয়সায় আর ডিজেল ৬৬ টাকা ৫২ পয়সায়। আজকালের এক প্রতিবেদনে এসব জানানো হয়েছে।

ডিজেলের দাম এর আগে এতটা বাড়েনি কখনও। গেল দু’তিন মাস ধরেই ঊর্ধ্বমুখি ডিজেল-পেট্রোলের দাম।

গত দুই মাসে পেট্রোলের দাম বেড়েছে লিটারে প্রায় ৮ টাকা। এর আগে ২০১৭ সালের ১ ডিসেম্বর কলকাতায় পেট্রোলের দাম ছিল লিটার প্রতি ৬৭ টাকা ৭১ পয়সা।

বিশেষজ্ঞদের আশঙ্কা, আসছে মার্চ পর্যন্ত আন্তর্জাতিক বাজারে পেট্রোপণ্যের দাম কমবে না, আর তাই সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে।

এনএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।