চূড়ান্ত পর্যায়ে ব্রিটেনের বেকারত্বের হার


প্রকাশিত: ০৬:৩৭ এএম, ১৯ জুলাই ২০১৫

ব্রিটেনে সাম্প্রতিক সময়ে বিভিন্ন খাতে বেতন ও মজুরি বেড়ে যাওয়ার কারণে নতুন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না। যার ফলে গত ২ বছরের মধ্যে ব্রিটেনের বেকার পরিস্থিতি এখন সবচেয়ে করুণ অবস্থায় দাঁড়িয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানে চলছে কর্মী ছাঁটাইয়ের ফলে বাড়িয়ে তুলছে বেকারত্ব হার।

মূলত বিনিয়োগ ও অর্থনৈতিক উন্নয়নের কথা মাথায় রেখেই গত মে`র নির্বাচনে ডেভিড ক্যামেরনের নেতৃত্বাধীন কনজারভেটিভ পার্টিকে জয়যুক্ত করেন ব্রিটিশরা। কিন্তু ক্ষমতায় এসে অর্থনীতিকে গতিশীল রাখতে এখনও খুব বেশি সফলতার মুখ দেখতে পাননি ক্যামেরন। উপরন্তু তার দ্বিতীয় দফায় ক্ষমতা গ্রহণের ৩ মাসের মাথায় দেশের বেকারত্ব হার বেড়ে গত ২ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।

ব্যাংক অব ইংল্যান্ড এর হিসেবে বেশ কিছুদিন ধরেই ডলারের বিপরীতে কমছে স্টার্লিং এর মান। তাছাড়া গত ৩ মাসে বেড়েছে কর্মীদের মজুরি ও বেতন-বোনাস। তাই চাকরির বাজারে এর প্রভাব পড়ছে। এদিকে, এমন অবস্থায় সুদের হার বাড়ানোর পরিকল্পনা করছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক।

তবে মূল্য সংকোচন সমস্যা থেকে মুক্তি পেতে ক্রেতাদের কেনাকাটায় আকৃষ্ট করতে ভোগ্যপণ্যের দাম নিম্নমুখী রেখেছে সরকার। আপাতত তাই এতেই খুশি থাকতে হচ্ছে ব্রিটিশদের।

এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।