আবারো হাসপাতালে পেলে
জীবন্ত কিংবদন্তী ফুটবলার পেলে আবারো হাসপাতালে ভর্তি হয়েছেন। ব্রাজিলের এই সাবেক গ্রেট ফুটবলার মেরুদণ্ডের সমস্যার জন্য সাও পাওলোর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছে। খবর টিভি গ্লোবো।
সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে চিকিৎসকের তত্ত্বাবধানে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন ৭৪ বছর বয়সী পেলে। তবে পরিবারের অনুরোধে মিডিয়াকে এ ব্যাপারে কোনো কিছু জানায়নি হাসাপাতাল কর্তৃপক্ষ। আগামী সোমবার বাড়ি ফিরতে পারেন ব্রাজিলের হয়ে ৩ বার বিশ্বকাপ জয়ী পেলে।
শতাব্দীর সেরা অ্যাথলেট পেলে এর আগেও বেশকয়েকবার একই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সর্বশেষ এই হাসপাতালে পেলের কিডনীর পাথর সরাতে সফল অস্ত্রোপচার করেছেন চিকিৎসকরা।
ব্রাজিলের হয়ে ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ সালে বিশ্বকাপ জিতেছেন তিনি। তার পুরো নাম এডসন আরান্টেস ডো নাসসিমেন্টো। ১৯৪০ সালের ২৩ অক্টোবর ব্রাজিলে জন্মগ্রহণ করেন লিজেন্ড পেলে।
এমএস/এসকেডি/এমএস