বুদ্ধির জোরেই রক্ষা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:৪০ পিএম, ২৬ জানুয়ারি ২০১৮

সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি একটি ভিডিও ঘুরছে। ভারতের মহারাষ্ট্রের তাবোদা বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রের ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে, পথের উপর একটি মোটর সাইকেলে দু’জন বসে আছেন এবং তাদের সামনে ও পিছনে ঘুরে বেড়াচ্ছে দু’টি বাঘ।

চার মিনিটের বেশি শ্বাসরুদ্ধকর ভিডিওটিতে দেখা যায় মোটরসাইকেলে থাকা দু’জনকে ভয়ে-আতঙ্কে গুটিশুটি মেরে বাইকের উপরেই বসে আছেন। বাইকে চালকের আসনে যিনি ছিলেন তিনি ভুলেও এগোনো চেষ্টা করছিলেন না কারণ সেটি খুবই ভয়ঙ্কর কোনো পরিস্থিতি তৈরি করে ফেলতে পারতো। সামনে একটি কার থেকে পুরো ঘটনার ভিডিও করা হয়েছে।

ভিডিওতে বাঘ দুটিতে যেভাবে ঘোরাফেরা করতে দেখা গেছে তাতে মনে হতে পারে ওই সময়টাতে তারা আসলে কোনো শিকারের সন্ধানে ছিল না। বাঘ দু’টির একটিকে দেখা যাচ্ছে নিজের মতো ঘোরাফেরা করছে, আরেকজনকে দেখা যাচ্ছে বেশ আয়েশ করে বসে থাকতে।

এনএফ/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।