আফগানিস্তানে বোমা বিস্ফোরণে ৬ পুলিশ নিহত


প্রকাশিত: ১২:৫৭ পিএম, ১৮ জুলাই ২০১৫

আফগানিস্তানে রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে ৬ পুলিশ সদস্য নিহত হয়েছেন। শনিবার পশ্চিমাঞ্চলের শহর হেরাটে ঈদুল ফিতরের প্রথম দিনে এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর এএফপির।

প্রাদেশিক পুলিশের মুখপাত্র আবদুল রৌফ আহমাদি এএফপির বরাত দিয়ে জানান, পশ্চিমাঞ্চলের হেরাটে শহরে পুলিশ সদস্যরা গাড়িতে করে টহল দিচ্ছেলেন। এ সময় রাস্তার পাশে পুঁতে রাখা এক বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পুলিশকে বহনকারী গাড়িটিতে আগুন ধরে যায়। এ সময় বিস্ফোরণে ছয় পুলিশ সদস্য নিহত হন। এছাড়া তিনজন আহতও হন।

তাৎক্ষণিকভাবে হামলার দায় কেউই স্বীকার করেনি। তবে বিদেশি ও আফগান সেনাদের সঙ্গে লড়াইয়ে তালেবান এ ধরণের হামলা চালিয়ে থাকে।

প্রসঙ্গত, পাকিস্তানে অনুষ্ঠিত আফগান সরকারের সঙ্গে শান্তি আলোচনাকে তালেবান নেতা মোল্লা ওমরের সমর্থন জানানোর দুই দিনের মাথায় এ হামলা চালানো হলো।

এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।