মালিতে ল্যান্ডমাইন বিস্ফোরণে নিহত ২৪

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৩৫ পিএম, ২৬ জানুয়ারি ২০১৮

মালিতে একটি ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনায় মা ও শিশুসহ ২৪ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার একটি গাড়ি ল্যান্ডমাইনের ওপর দিয়ে যাওয়ার সময় এটি বিস্ফোরিত হয়। খবর এএফপি।

মালিতে গত ২৪ ঘণ্টায় জঙ্গিদের বিভিন্ন হামলায় ৩৩ জনের প্রাণহানি ঘটেছে। এদের মধ্যে অধিকাংশই বেসামরিক নাগরিক।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, হতাহতরা প্রতিবেশি বুরকিনা ফাসো এলাকা থেকে সাপ্তাহিক বাজারের জন্য বোনি এলাকায় যাচ্ছিল। শহর থেকে নয় কিলোমিটার দূরে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে।

বোনি এলাকার বাসিন্দা এবং দুর্ঘটনায় নিহত একজনের আত্মীয় আবদুলায়ি চেইক বলেন, মা এবং চার শিশুসহ মোট ২৪ জনের মৃত্যু হয়েছে। গাড়িতে থাকা কেউই আর বেঁচে নেই।

স্থানীয় কর্মকর্তারা প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ১৩ বলে জানান। নিহতরা মালি এবং বুরকিনা ফাসোর নাগরিক।

মালির একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, সন্ত্রাসীরা আতঙ্ক ছড়ানোর জন্য মাইন পুতে রাখছে। মাইন বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই লোকজন প্রাণ হারাচ্ছে।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।