নিখুঁত সেলফির অপেক্ষায় মৃত্যুর দরজায়
সেলফি তুলতে গিয়ে এক যুবকের ট্রেনে ধাক্কা খাওয়ার একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। ভারতের হায়দরাবাদের ঘটনার ভিডিওটি অনলাইনে দেখা হয়েছে হাজারো বার।
ভিডিওটি ২১ জানুয়ারির। ট্রেন চালক ও কাছে থাকা আরেকজনের কাছ থেকে সতর্কতা পেয়েও ভিডিও করে যাচ্ছিলেন জিম ট্রেনার টি শিব।
ওই ঘটনায় আহত শিব প্রাণে বেঁচে গেলেও মাথায় আঘাত পেয়েছেন বলে জানিয়েছে ভারতের সাউথি সেন্ট্রাল রেলওয়ে পুলিশ।
পরে তাকে আদালতেও হাজির হতে হয়েছে এবং ৫০০ রুপি জরিমানা দিতে হয়েছে।
২১ সেকেন্ডের ভিডিওটি ফেসবুকে বুধবারই শেয়ার হয়েছে হাজারো বার। ভিডিওটিতে দেখা যাচ্ছে, শিব যেখানে দাঁড়িয়ে আছেন তার পেছন দিয়েই একটি ট্রেন আসছে। তিনি এক হাঁত উঁচু করে নিখুঁত সেলফির অপেক্ষায় ছিলেন। এরপর ট্রেনটি তার স্বাভাবিক গতিতে এসে শিবের ডান হাতে ধাক্কা দেয়। এরপরই ক্যামেরা ঘুরপাক খেতে শুরু করে ও তা মাটিতে পড়ে যায়।
দ্রুতগতির ট্রেনের সামনে দাঁড়িয়ে সেলফি মুডে ভিডিও করার একটা বিপজ্জনক প্রবণতা ভারতে রয়েছে।
২০১৭ সালের অক্টোবরে কর্ণাটকে সেলফি তুলতে গিয়ে ট্রেনে কেটে মারা গিয়েছিল ৩ কিশোর। দিল্লিতেও প্রাণ গেছে দুই কিশোরের।
ভারতে সেলফি তুলতে গিয়ে যত মৃত্যু হয় তার বেশিরভাগের সঙ্গেই কোনো না কোনোভাবে ট্রেনের যোগ রয়েছে।
এনএফ/এমএস