দিল্লিতে স্কুলবাস থেকে শিক্ষার্থী অপহরণ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:৩১ পিএম, ২৫ জানুয়ারি ২০১৮

দিল্লিতে দিনে-দুপুরে একটি স্কুলবাস থেকে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে পূর্ব দিল্লির দিলশাদ গার্ডেনের কাছে ওই ঘটনা ঘটেছে।

পুলিশ জানিয়েছে, ২৫ জন শিক্ষার্থীকে নিয়ে স্কুলে যাচ্ছিল বাসটি। মাঝপথে তাদের রাস্তা আটকায় দুই মোটরবাইক আরোহী। ভ্যানে উঠে প্রথমে চালককে গুলি করে তারা। ঘটনাস্থলেই মৃত্যু হয় চালকের। প্রথম শ্রেণির এক শিক্ষার্থীকে তুলে নিয়ে যাওয়া হয়েছে।

এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বাইকে করে এসেছিল ওই অপহরণকারীরা। তাদের হাতে অস্ত্র ছিল। স্কুলভ্যান থামিয়ে চালককে গুলি করে তারা। তারপর একটি ছাত্রকে বাইকে তুলে নিয়ে পালিয়ে যায়।

বুধবার দিল্লির কাছাকাছি গোরগাওয়ে পদ্মাবত সিনেমাকে কেন্দ্র করে বিক্ষোভে অংশ নেয়া এক বিক্ষোভকারী একটি স্কুলবাসে হামলা চালায়। প্রায় ৬০ জনের মতো হামলাকারী ওই বাসটিতে পাথর ছুড়ে মারে এবং বাশ নিয়ে আক্রমণ করে। বৃহস্পতিবার নিরাপত্তার শঙ্কায় দিল্লির কাছাকাছি বেশ কিছু স্কুল বন্ধ রাখা হয়েছে।

টিটিএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।