আলাস্কায় ৮.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:১৮ পিএম, ২৩ জানুয়ারি ২০১৮
প্রতীকী ছবি

মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের দক্ষিণ-পূর্বাঞ্চলে রিখটার স্কেলে ৮ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার স্থানীয় সময় সকালের দিকে আঘাত হানা এ ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

তবে ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, আলাস্কার ২৮১ কিলোমিটার দক্ষিণ পূর্বের কোদিয়াকের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয়েছে।

ভূমিকম্পের সুনামি সতর্কতা জারি করে মার্কিন জাতীয় আবহাওয়া সার্ভিস (এনডব্লিউএস) বলছে, ক্যালিফোর্নিয়া, ব্রিটিশ কলাম্বিয়া উপকূল এবং আলাস্কায় সুনামি আঘাত হানতে পারে। আক্রান্ত এলাকার উঁচু স্থাপনায় স্থানীয়দের আশ্রয় নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

ভূমিকম্পের প্রাথমিক মাত্রা পরিমাপের পর প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্ক কেন্দ্র বলছে, ব্যাপক ঝুঁকিপূর্ণ সুনামি ঢেউ আঘাত হানার সম্ভাবনা রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নির্দিষ্ট কোনো এলাকা সুনামির ঝুঁকিতে নেই।

সূত্র : ফক্স নিউজ, বিবিসি।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।