বরিশালে ঈদের প্রধান জামাতের প্রস্তুতি সম্পন্ন


প্রকাশিত: ০৩:৪৬ পিএম, ১৭ জুলাই ২০১৫

বরিশালে ঈদুল ফিতরের প্রধান জামাতের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টায় হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ্ ময়দানে এ জামাত অনুষ্ঠিত হবে।

সিটি মেয়র আহসান হাবিব কামাল, সদর আসনের সাবেক সাংসদ ও সাবেক মেয়র মজিবর রহমান সরোয়ার, বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ মুসুল্লিরা সেখানে ঈদের নামাজ আদায় করবেন।

ঈদের প্রধান জামাতের ইমামতি করবেন বরিশালের সর্বজন শ্রদ্ধেয় আলেম মাওলানা সরফুদ্দিন বেগ।

শুক্রবার জুমার নামাজের আগে ঈদ জামাতের প্রস্তুতি ঘুরে দেখেন সিটি মেয়র আহসান হাবিব কামাল। এ সময় তিনি বৈরী আবহাওয়া হলেও ঈদগাহ ময়দানে ঈদের জামাত আদায়ের প্রস্তুতির কথা বলেন। তিনি নগরবাসীকে প্রধান জামাতে শরীক হওয়ার আহ্বান জানান।

অন্যান্য বছরের মতো এবারও বরিশাল বিভাগের সর্ববৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হবে সদর উপজেলার চরমোনাই দরবার শরীফ ময়দানে সকাল ৯টায়। চরমোনাই পীর মুফতি সৈয়দ মো. রেজাউল করিমের ইমামতিত্বে এখানে অন্তত ২০ হাজার মুসুল্লি ঈদের জামাত আদায় করবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিভাগের দ্বিতীয় বৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হবে পিরোজপুরের নেছারাবাদের ছারছিনা দরবার শরীফ ময়দানে সকাল সাড়ে ৮টায়। এছাড়া ঝালকাঠীর কায়েদ সাহেব হুজুরের দরবার শরীফ মাঠে (এনএস কামিল মাদ্রাসা মাঠ) সকাল ৯টায়, পটুয়াখালীর মীর্জাগঞ্জ মরহুম ইয়ারউদ্দিন খলিফা (রা.) দরবার শরীফে সকাল সাড়ে ৮টায় এবং বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া বায়তুল আমান মসজিদ কমপ্লেক্সে সকাল ৯টায় ঈদের প্রধান প্রধান জামাত অনুষ্ঠিত হবে।  

দুটি করে ঈদ জামাত অনুষ্ঠিত হবে নগরীর সদর রোডের বায়তুল মোকাররম জামে মসজিদ ও জেলা পুলিশ লাইন্স জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় ও সাড়ে ৯টায় এবং চকবাজার জামে এবায়েদুল্লাহ মসজিদ ও জামে কশাই মসজিদে সকাল সাড়ে ৮টায় ও ১০টায়।

এছাড়াও বরিশাল নগরী এবং বিভাগের ৬ জেলায় সহস্রাধিক ঈদ জামাত অনুষ্ঠিত হবে বলে জাতীয় ইমাম সমিতি সূত্র জানিয়েছে।

সাইফ আমীন/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।