জাতীয় ঈদগাহে র‌্যাব-পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তা


প্রকাশিত: ০২:৫৯ পিএম, ১৭ জুলাই ২০১৫

পবিত্র ঈদ-উল-ফিতরের নামাজের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ। মুসল্লিদের নির্বিঘ্নে ঈদের নামাজ আদায় নিশ্চিত করতে ঈদগাহের চারপাশের নিরাপত্তা বলয় তৈরি করেছে পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

পুলিশ ও র‌্যাবের কন্ট্রোলরুম থেকে সার্বক্ষণিক মনিটরিং, ক্লোজ সার্কিট (সিসি) টিভি ক্যামেরা, ডগ স্কোয়াড, বোম্ব ডিস্পোজাল ইউনিট, সোয়াট টিমের সদস্যরা থাকবেন নিরাপত্তার দায়িত্বে।

এছাড়াও আইনশৃঙ্খলাবাহিনীর পেট্রোল টিম ও গোয়েন্দারা থাকবেন ঈদগাহের কাছাকাছি স্থানে। ঈদগাহের চারপাশের সড়কে বসানো হবে চেকপোস্ট।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, ঈদগাহ মাঠের প্রতিটি অংশে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা মনিটরের সামনে ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করবেন। কাউকে সন্দেহ হলে দ্রুত তল্লাশি করে ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরো বলেন, ঈদগাহে পুরুষ ও মহিলাদের এন্ট্রি পয়েন্টে মেটাল ডিটেক্টর গেট স্থাপন করা হবে। পুলিশের সোয়াট টিমের সদস্যরা মাঠজুড়ে অবস্থান করবে। এলাকাজুড়ে থাকবে সাদা পোশাকের পুলিশ।



এদিকে মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে ঈদগাহ মাঠে চারপাশ অর্থাৎ মৎস্য ভবন, ফুলবাড়িয়ার সরকারি কর্মচারী হাসপাতাল, পল্টন মোড় ও দোয়েল চত্বর সড়ক এলাকায় বেড়িকেড দিয়ে যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ।

নিরাপত্তার বিষয়েে র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেন, জাতীয় ঈদগাহের পাশাপাশি রাজধানীর ৩০০ টি ঈদের জামায়াতস্থলে নিরাপত্তা দেবে র‌্যাব। মুসল্লিদের নিরাপত্তায় নামাজের সময় র‌্যাবের ডগ স্কোয়াড,  বোম ডিস্পোজাল ইউনিটসহ অসংখ্য র‌্যাব সদস্য মাঠে ও মাঠের বাইরে অবস্থান করবে। র‌্যাবের ভেহিকেল স্ক্যানার দিয়ে মুসল্লিদের গাড়িগুলোকে তল্লাশি করা হবে।

ঈদগাহ মাঠের বাইরের দিকে একটি ওয়াচ টাওয়ার বসিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ২০ ফুট উচ্চতার এই ওয়াচ টাওয়ারের মাধ্যমে পুরো এলাকার নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করা যাবে বলে জানিয়েছে পুলিশ।

এআর/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।