তুরস্ককে সংযত থাকার আহ্বান যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:০৬ পিএম, ২২ জানুয়ারি ২০১৮

সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দি মিলিশিয়া গ্রুপ ওয়াইপিজির বিরুদ্ধে বড় ধরণের অভিযানে নেমেছে তুরস্ক। আফরিন এলাকা থেকে কুর্দি জঙ্গীদের তাড়িয়ে দেয়াই এই অভিযানের মূল লক্ষ্য।

এদিকে, সিরিয়ায় তুরস্ককে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্র বলেছে, এই অভিযানে বেসামরিক নাগরিকদের যেনো ক্ষয়-ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখতে। তবে খুব শিগগিরই যুদ্ধ বিরতির জন্য দাবি জানিয়েছে ফ্রান্স।

কুর্দি মিলিশিয়াদের বিরুদ্ধে কঠোর অভিযানের অংশ হিসেবে তুরস্কের স্থল বাহিনী সিরিয়ার উত্তরাংশে প্রবেশ করেছে।

ওয়াইপিজি নামে পরিচিত কুর্দি মিলিশিয়া গ্রুপটি তুরস্কের দক্ষিণ সীমান্ত ছাপিয়ে সিরিয়ার আফরিন অঞ্চল জুড়ে সক্রিয় রয়েছে।

ওলিভ ব্রাঞ্চ নামে রোববার শুরু হওয়া এই অভিযানের মূল লক্ষ্য আফরিন অঞ্চল থেকে কুর্দি বাহিনীকে হঠিয়ে দেওয়া।
ওয়াইপিজি অবশ্য বলছে, তুরস্কের বাহিনীকে তারা সেই এলাকা থেকে প্রতিহত করতে পেরেছে এবং তাদের সমুচিত জবাব দেয়া হয়েছে।

যুক্তরাষ্ট্র বলছে, সিরিয়ায় ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াই করে আসছিলো মার্কিন সমর্থনপুষ্ট এই ওয়াইপিজি গ্রুপ।
তুরস্ক বিশ্বাস করে যে, এই বাহিনীটির সঙ্গে নিষিদ্ধ ঘোষিত উগ্র গোষ্ঠী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকের সংযোগ রয়েছে।

তাই এই কুর্দি মিলিশিয়া বাহিনীকে সমূলে যত দ্রুত সম্ভব বিনাশ করার প্রতিজ্ঞা নিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। কিন্তু তুরস্ককে সংযম প্রদর্শনের জন্য তাগিদ দিয়ে যুক্তরাষ্ট্র বলেছে, বেসামরিক মানুষদের ক্ষয়-ক্ষতি যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে। আর যুদ্ধবিরতির আহ্বান জানানো ফ্রান্স সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এক জরুরি বিতর্কের জন্য ডাক দিয়েছে।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।