মের্কেলের দলের সঙ্গে জোট গঠনে এগোবে এসপিডি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:০৬ পিএম, ২২ জানুয়ারি ২০১৮

এঙ্গেলে মের্কেলের রক্ষণশীল দল সিডিইউ এবং তাদের সহযোগী দল সিএসইউয়ের সাথে মহাজোট গঠনের বিষয়ে এগোবে এসপিডি। রোববার বন শহরে এসপিডি দলের সম্মেলনে সরকার গড়ার আলোচনার পক্ষে সমর্থন আদায় করতে পেরেছেন শীর্ষ নেতা মার্টিন শুলৎস। তবে এ সংক্রান্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দলের সদস্যরা।

রোববারের ভোটাভুটিতে এসপিডি কংগ্রেসে প্রতিনিধিরা যদি জোট গঠনে রাজি না হন তাহলে আবারও নির্বাচন দিতে হতো চ্যান্সেলরকে। আর এখন আশা করা হচ্ছে ইস্টার নাগাদ জার্মানিতে সরকার গঠন হতে পারে।

রোববার এসপিডির প্রায় ৬৪০ জন ডেলিগেটের মধ্যে প্রায় ৫৬ শতাংশ মহাজোট গড়ার আলোচনার পক্ষে সমর্থন জানান। তবে এটাই চূড়ান্ত নয়। শেষ পর্যন্ত মহাজোট নিয়ে দুই শিবির ঐকমত্যে এলে এসপিডি দলের প্রায় ৪ লাখ ৪০ হাজার সদস্যকে সেই কোয়ালিশন চুক্তির প্রতি সমর্থন জানাতে হবে। তবেই সরকার গঠন সম্ভব হবে।

এসপিডির অনেকে মনে করছেন, মের্কেলের নেতৃত্বে আরও একবার মহাজোট সরকারে গেলে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে। অন্যদিকে দলের নেতৃত্ব দেশের বর্তমান পরিস্থিতিতে জাতির স্বার্থে সরকারের অংশ হবার পক্ষে৷ নতুন নির্বাচন হলে এসপিডি আরও সমর্থন হারাবে বলে মনে মত তাদের।

এসপিডি এবার ইউনিয়ন শিবিরের সঙ্গে আলোচনায় বসতে চলেছে৷ চূড়ান্ত সিদ্ধান্ত এসপিডি দলের সদস্যদের হাতে থাকায় ইউনিয়ন শিবিরে বেশ অস্বস্তি কাজ করবে৷ কারণ, এসিপিডি বেশিরভাগ দাবি মেনে না নিলে সরকার গড়ার দ্বিতীয় প্রচেষ্টা বিফল হবে।

এনএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।