প্রেসিডেন্ট বিরোধী বিক্ষোভে কঙ্গোতে নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:১৭ এএম, ২২ জানুয়ারি ২০১৮

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে বিক্ষোভে কমপক্ষে ছয়জন নিহত হয়েছে। প্রেসিডেন্ট জোসেপ কাবিলার বিরোধীতা করে ওই বিক্ষোভে অংশ নিয়েছেন বিক্ষোভকারীরা।

প্রেসিডেন্টের ক্ষমতার মেয়াদ এক বছর আগেই পেরিয়ে গেছে। তার পদত্যাগ চেয়েই বিক্ষোভে অংশ নিয়েছেন কঙ্গোর সাধারণ জনগণ।

কিনসাহা এলাকায় বিক্ষোভকারীদের প্রতিহত করতে টিয়ারগ্যাস ছুড়েছে পুলিশ। ওই এলাকায় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন রয়েছে।

তিন সপ্তাহ আগেও বিক্ষোভে বহু মানুষ প্রাণ হারায়। জাতিসংঘ মিশনের এক মুখপাত্র জানিয়েছেন, রোববারের সংঘর্ষে ৫০ জন আহত হয়েছে এবং আরও বহু মানুষ গ্রেফতার হয়েছে।

কংগো কর্তৃপক্ষ এই বিক্ষোভে নিষেধাজ্ঞা এনেছে এবং কোনো ধরনের আনুষ্ঠানিক অনুমতি দেয়া হয়নি। শনিবার বিকাল থেকে রাজধানী কিনশাসার ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে।

টিটিএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।