ঈদের দিন বৃষ্টির আশঙ্কা


প্রকাশিত: ১০:৪৩ এএম, ১৭ জুলাই ২০১৫

শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে শনিবার ঈদ হবে। তবে এবারের ঈদ বৃষ্টিভেজা হতে পারে বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়া অধিদফতর থেকে জানানো হয়েছে, শনিবার সারাদেশে হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সামনের কয়েকদিন টানা বৃষ্টি থাকতে পারে বলে আবহাওয়া অফিস থেকে জানানো হয়।

বুধবার থেকে শুক্রবার পর্যন্ত রাজধানী ঢাকায় প্রায় ১৫০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর শুক্রবার সকাল ছয়টা থেকে সকাল নয়টা পর্যন্ত এই তিন ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৪ মিলিমিটার।

কম-বেশি বৃষ্টির প্রভাব রয়েছে সারা দেশেই। তবে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃষ্টির মাত্রা অনেক বেশি। আজ সকাল থেকে মাত্র তিন ঘণ্টায় চাঁদপুরে বৃষ্টি হয়েছে ৩২ মিলিমিটার। একই সময় চট্টগ্রামে বৃষ্টির পরিমাণ ২২ মিলিমিটার।

এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।