‘পাকিস্তানের রাজনীতিকদের নিয়ে খেলছেন বিচারপতিরা’

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:৫৬ পিএম, ২১ জানুয়ারি ২০১৮

পাকিস্তানের প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছেলে ও পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান (পিপিপি) বিলাওয়াল ভুট্টো বলেছেন, দেশের বিচারপতিরা যতদিন রাজনীতিকদের নিয়ে খেলবেন ততদিন পর্যন্ত ভোগান্তির শিকার হবে পাকিস্তান।

সামজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেয়া এক টুইট বার্তায় পিপিপির এ প্রধান নেতা বলেন, পাকিস্তানের প্রধান বিচারপতির তত্ত্বাবধানে ইতোমধ্যে আইন সংস্কার কমিশন গঠন করা হয়েছে। চারটি প্রদেশের শীর্ষ বিচারপতিরা এ কমিশনের সদস্য হিসেবে রয়েছেন।

বিলাওয়াল ভুট্টো বলেন, ‘আইন অনুযায়ী, কমিশনের সদস্যরা প্রত্যেক বছরে কমপক্ষে চার বারের জন্য বৈঠকে বসবেন। যাহোক, ২০১৫ সালের পর থেকে এখন পর্যন্ত এ ধরনের কোনো বৈঠকে বসেনি তারা।’

পাকিস্তানের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার কথা উল্লেখ করে তিনি দেশটির বিচারবিভাগের সর্বোচ্চ কর্মকর্তাদের একহাত নেন। ‘বিচারপতিরা যতক্ষণ পর্যন্ত তাদের বিচারবিভাগের কাজ বাদ দিয়ে রাজনীতিকদের নিয়ে খেলবেন ততক্ষণ পর্যন্ত ভুগবে পাকিস্তান।’

সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।