চলচ্চিত্র নির্মাণে ড্রোন ব্যবহারের অনুমতি


প্রকাশিত: ০৭:০৯ এএম, ২৬ সেপ্টেম্বর ২০১৪

ছয়টি টেলিভিশন চ্যানেল ও চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠানকে ভিডিও ধারণের জন্য ড্রোন ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। এর আগে যুক্তরাষ্ট্রের আকাশসীমায় বাণিজ্যিক উদ্দেশে ড্রোন ব্যবহারের ওপর কঠোর নিষেধাজ্ঞা ছিল।

তবে টেলিভিশন চ্যানেল ও চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলোতে কিছুটা নিষেধাজ্ঞা মেনেই কার্যক্রম পরিচালনা করতে হবে। যেমন- রাতে ড্রোন ব্যবহার করা যাবে না এবং প্রতিবার ড্রোন ব্যবহারের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা পর্যবেক্ষণ করবেন।

এর আগে সাধারণ উড্ডয়ন নীতিমালা, পাইলটের সনদপত্র, ম্যানুয়াল, রক্ষণাবেক্ষণ ও প্রয়োজনীয় যন্ত্রপাতির বিবরণ তুলে ধরে ওই ছয়টি প্রতিষ্ঠান ড্রোন ব্যবহারের অনুমতি চেয়ে আবেদন করে।

ওই আবেদন পর্যালোচনা করে নিরাপত্তার ব্যাপারে নিশ্চিত হয়েই ড্রোন ব্যবহারের অনুমতি দেওয়া হয় বলে এফএএ-এর অ্যাডমিনিস্ট্রেটর মাইকেল হুয়েরটা এক বিবৃতিতে জানিয়েছেন। সূত্র : বিবিসি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।