পাকিস্তান ছাড়তে হবে আফগান শরণার্থীদের

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:৪৯ পিএম, ২১ জানুয়ারি ২০১৮

পাকিস্তানে থাকা সব আফগান শরণার্থীদের একমাসের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে পাকিস্তান। পাকিস্তান বলছে, শরণার্থীদের খরচ বহন করে যাওয়া তাদের পক্ষে আর সম্ভব হচ্ছে না। তা ছাড়া কূটনৈতিক ক্ষেত্রেও কিছু সমস্যার কথা সামনে দাঁড় করাচ্ছে দেশটি।

পাকিস্তান অবশ্য এর আগেও বেশ কয়েকবার এমন নির্দেশনা জারি করেছিল। ওই নির্দেশনার বাস্তাবায়ন শেষ পর্যন্ত হয়নি।

পাকিস্তানে অবস্থিত জাতিসংঘের মানবাধিকর সংগঠনের হিসাব অনুযায়ী, শুধু গত বছরেই ৩ লাখ ৬০ হাজার আফগান শরণার্থী এসেছে পাকিস্তানে।

এরআগেও একই নির্দেশনা জারি করে ব্যর্থ হওয়া পাকিস্তান এবার সিদ্ধান্ত বাস্তবায়নে বদ্ধপরিকর। তাদের বক্তব্য, দেশের অভ্যন্তরীন নিরাপত্তার জন্যও এই পদক্ষেপ জরুরি৷

এদিকে দীর্ঘদিন ধরে পাকিস্তানে বসবাসরত আফগানদের বক্তব্য, সে দেশে তারা নিজেদের মতো করে কাজ শুরু করেছেন। এখন একমাসের মধ্যে দেশ ছাড়তে হলে আর্থিক এবং সামাজিক ক্ষতির মুখে পড়তে হবে তাদের। কেউ কেউ বলেছেন, বহু চেক ২০২১ সালে ভাঙানোর কথা। এখন পাকিস্তান ছাড়তে হলে তা আর হবে না। এ যেন অনেকটা দ্বিতীয়বার শরণার্থী হওয়ার মতো অবস্থা।

সূত্র: ডয়েচে ভেলে।

এনএফ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।