মুসলিম উম্মার শান্তি কামনায় জুমাতুল বিদা


প্রকাশিত: ০৯:১১ এএম, ১৭ জুলাই ২০১৫

মুসলিম উম্মার শান্তি আর সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে পালিত হলো জুমাতুল বিদা। রমজান মাসের শেষ দিনটির মধ্য দিয়ে মাহে রমজানকে বিদায় জানানো হয়। দিনটি আল-কুদস দিবস হিসেবেও পালিত হয়।

জুমাতুল বিদা উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশের সকল মসজিদে মুসল্লিরা নামায পড়তে আসেন। নামায শেষে বিশেষ দোয়া পরিচালনা হয় মসজিদগুলোতে। এতে অংশ নেন ধর্মপ্রাণ মুসল্লিরা। তারা মোনাজাতের মাধ্যমে দেশ ও সমগ্র মুসলিম বিশ্বেরও শান্তি কামনা করেন।

মাহে রমজানের বিদায়ী শুক্রবার মুসলমানদের জন্য অতি মূল্যবান। এ দিন সিয়াম শেষ হয়ে যাওয়ার সতর্কতামূলক দিবস। মুসলমানদের কাছে জুমাতুল বিদার তাৎপর্য ও মাহাত্ম্য সর্বাধিক। রমজান মাসের সর্বোত্তম দিবস হলো জুমাতুল বিদা যা মাহে রমজানে পরিসমাপ্তিসূচক শেষ শুক্রবারে পালিত হয়।

ইসলামিক ফাউন্ডেশন সূত্র জানায়, জুমাতুল বিদা এ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এসএ/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।