শিয়ালকোট সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ৪ পাকিস্তানি


প্রকাশিত: ০৫:৪০ এএম, ১৭ জুলাই ২০১৫

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর  (বিএসএফ) গুলিতে অন্তত চার পাকিস্তানি নিহত ও পাঁচজন আহত হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে তিনজন মারা গেছে শিয়ালকোটের চাপরার সেক্টরে। জরিনা বিবি নামে ১৮ বছরের এক তরুণী মারা গেছে সীমান্ত নিয়ন্ত্রণ রেখা বরাবর রাওয়ালকোটের নেজা পীর সেক্টরে।
 
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এক বিবৃতিতে অভিযোগ করেছে, বিনা উস্কানিতে বিএসএফ গুলি চালালে এসব হতাহতের ঘটনা ঘটে। পাঞ্জাব রেঞ্জার্স জানায়,  বুধবার সকাল সাড়ে আটটার দিক থেকে বিএসএফ গোলাগুলি শুরু করে এবং আজও তা অব্যাহত রয়েছে।

পাঞ্জাব রেঞ্জার্স আরো জানায়, শিয়ালকোটের ওয়ার্কিং বাউন্ডারি বরাবর বিএসএফ এর গুলিতে বেসামরিক লোকজনেরই বেশি ক্ষতি হয়েছে। ভারত থেকে আসা গোলাগুলিতে সীমান্ত এলাকার লোকজনের বহু গবাদিপশু মারা গেছে। এছাড়া, বেশকিছু ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।