গোলাপি অটোতে গোলাপি বিপ্লব

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:৫৯ পিএম, ১৯ জানুয়ারি ২০১৮

দিল্লি, সুরাত, মুম্বই, ঝাড়খণ্ড, ওডিশাতে চলেছিল আগেই। গেল বুধবার থেকে গোলাপি অটোর চাকা ঘুরছে আসামেও। আসমের বঙ্গাইগাঁওয়ে চালু হচ্ছে গোলাপি অটো।

রঙে যেমন এই অটোর আলাদা একটা বিশেষত্ব আছে, তেমনি এর বিশেষত্ব আছে চালক এবং যাত্রীতেও। পুরুষ চালকদের বদলে গোলাপি অটো চালাবেন কেবল নারীরাই। আর এতে উঠতেও পারবেন কেবল নারী ও শিশুরাই।

শুরুতে ১৩টি দিয়ে আসামে যাত্রা শুরু করল গোলাপি অটো। কঠিন প্রশিক্ষণ নিতে হয়েছে এর চালকদের। সপ্তাহে প্রতিদিন সকাল থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলবে এসব অটো। চালকদের জন্য থাকছে হেল্পলাইনও। ওই হেল্পলাইনে বিপদে-আপদে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারবেন তারা।

আসামের পথে গোলাপি অটোর হ্যান্ডল ধরেই এখন নতুন জীবনের স্বপ্ন দেখছেন অনেকেই।

এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।