অস্ট্রেলিয়ায় মালয়েশিয়ান বিমানের জরুরি অবতরণ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:৩০ পিএম, ১৯ জানুয়ারি ২০১৮

মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি বিমান অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে জরুরি অবতরণ করেছে। তবে বিমানের যাত্রীদের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ওই বিমানে থাকা সব আরোহীই নিরাপদে রয়েছেন। খবর রয়টার্স।

বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার সিডনি শহর থেকে কুয়ালালামপুরের উদ্দেশে যাত্রা করেছিল মালয়েশিয়ান এয়ারলান্সের (এমএএস) একটি বিমান। পরে যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি অস্ট্রেলিয়ার একটি দূরবর্তী অঞ্চলে জরুরি অবতরণ করে।

একটি ইঞ্জিনের ত্রুটির কারণে বিমানটিকে জরুরি অবতরণ করানো হয়। তবে বিমানের ২০০ আরোহীর সবাই নিরাপদে আছেন।

এক বিবৃতিতে মালয়েশিয়ান এয়ারলাইন্সের তরফ থেকে জানানো হয়েছে, নিরাপত্তার সঙ্গে কোনো আপোষ নয়। যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় তাৎক্ষণিকভাবেই আমাদের ক্যাপ্টেন বিমানের জরুরি অবতরণ করেছেন।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।