মার্কিন হামলা সত্ত্বেও এগুচ্ছে আইএস


প্রকাশিত: ১২:২৮ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০১৪

সিরিয়ায় আইএসকে (ইসলামিক স্টেট) দমনে যুক্তরাষ্ট্র ও এর মিত্র বাহিনীর বিমান হামলা সত্ত্বেও অগ্রসর হচ্ছে সংগঠনটির যোদ্ধারা। খবর রয়টার্সের।

কুর্দিস এলাকার বাসিন্দারা জানিয়েছেন, বিমান হামলা সত্ত্বেও সেখানে আইএস’র তৎপরতা থেমে নেই। এখনও ওই এলাকার অনেক লোক পালিয়ে যাচ্ছে। কুর্দি অঞ্চল থেকে তুরস্কে পালিয়ে আসা সিরীয় শরণার্থী হামিদ জানান, এই বিমান হামলা যথেষ্ট নয়, স্থলসেনাও প্রয়োজন।

শরণার্থী শিবিরে বুধবার আশ্রয় নেওয়া মাজলুম বার্গাদেন জানান, কোবানি অঞ্চলে আইএস’র সদ্যসরা লোকদের হত্যা ও বন্দী করার পর গ্রামগুলো জ্বালিয়ে দিচ্ছে।

আইএস’র একটি সূত্র রয়টার্সকে নিশ্চিত করেছে, তাদের যোদ্ধারা পশ্চিম কোবানির কয়েকটি গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে। ইউটিউবে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, কোবানির কাছে কুর্দিস বাহিনীর সঙ্গে আইএস যোদ্ধাদের সংঘর্ষ হচ্ছে।

তুরস্কের এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, সিরিয়ায় মার্কিন হামলার পর থেকে আইএস’র কার্যক্রম অনেকটা কমে গেছে। তবে কুর্দিস বাহিনীর উপ-প্রধান ওকালান ইসো বলেন, যুক্তরাষ্ট্র ও এর মিত্র বাহিনীর হামলার পর কোবানি অঞ্চলে আইএস’র আরও যোদ্ধা ও ট্যাংক পৌঁছেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।