নাইজেরিয়ায় আত্মঘাতী হামলায় নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৫০ এএম, ১৮ জানুয়ারি ২০১৮

নাইজেরিয়ায় আত্মঘাতী হামলায় ১২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৪৮ জন। বোর্নো প্রদেশের স্টেট ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (এসইএমএ) জানিয়েছে, বুধবার উত্তর-পূর্বাঞ্চলীয় মাইদুগুরি শহরে সন্দেহভাজন বোকো হারাম সংগঠনের সদস্যরা ওই হামলা চালিয়েছে। খবর আইউইটনেস নিউজ।

সাম্প্রতিক সময়ে বোর্নো প্রদেশের উত্তর-পূর্বাঞ্চলে বোকো হারাম জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান শুরু করেছে নাইজেরিয়ার সেনাবাহিনী। ২০০৯ সাল থেকেই বোর্নো প্রদেশে সহিংসতা শুরু করেছে জঙ্গিরা।

সেনাবাহিনীর একের পর এক অভিযানের পরেও বোকো হারামের হামলা কমছে না। বেসামরিক নাগরিক এবং সেনাবাহিনীকে লক্ষ্য করে তারা হামলা চালিয়েই যাচ্ছে।

কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার বিকেলে দুই আত্মঘাতী মাইদুগুরির উপকন্ঠে অবস্থিত মুনা গ্যারেজ এলাকার একটি মার্কেটে হামলা চালায়।

টিটিএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।