এক পতাকা তলে লড়াইয়ের ঘোষণা দুই কোরিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৫০ পিএম, ১৭ জানুয়ারি ২০১৮

অবশেষে বরফ গলল বিশ্বের দুই বৈরী রাষ্ট্র উত্তর ও দক্ষিণ কোরিয়ার। আগামী মাসে সিউলে অনুষ্ঠেয় শীতকালীন অলিম্পিকে এক পতাকা তলে আসছে এ দুই দেশ। উভয় কোরিয়া ঘোষণা দিয়ে বলছে, শীতকালীন অলিম্পিকে উত্তর ও দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়রা এক পতাকা নিয়ে মাঠ প্রদক্ষিণ করবে বলে দুই দেশের কর্মকর্তা ঐক্যমতে পৌঁছেছেন।

যুদ্ধবিরতি গ্রাম পানমুনজমে বিরল বৈঠকের পর উত্তর ও দক্ষিণের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। একই সঙ্গে আসন্ন শীতকালীন অলিম্পিকে দুই কোরিয়ার নারী খেলোয়াড়দের নিয়ে একটি যৌথ আইস হকি দল গঠনেও রাজি হয়েছেন তারা।

দুই বছরের বেশি সময় পর এ প্রথমবারের মতো উত্তর ও দক্ষিণের উচ্চ পর্যায়ের কর্মকর্তা বৈঠক করলেন। দক্ষিণ কোরিয়ার পিওংচ্যাংয়ে আগামী ৯ থেকে ২৭ ফেব্রুয়ারি এবারের শীতকালীন অলিম্পিক গেম অনুষ্ঠিত হবে।

north-korea

তবে দক্ষিণ কোরিয়ার হকি দলের কোচ ও দেশটির রক্ষণশীল গণমাধ্যমগুলো যৌথ হকি টিম গঠনের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলছে, এর ফলে দক্ষিণ কোরিয়ার পদক জয়ের সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে।

এদিকে, দুই কোরিয়ার খেলোয়াড়দের সমন্বয়ে হকি টিম গঠন বাতিলের আহ্বান জানিয়ে দক্ষিণের লাখ লাখ মানুষ দেশটির প্রেসিডেন্ট মুন জায়ে ইনের কাছে দাবি জানিয়েছেন। তারা এজন্য অনলাইনে স্বাক্ষর অভিযান শুরু করেছে।

তবে উত্তর ও দক্ষিণের মধ্যে দীর্ঘদিনের বৈরী সম্পর্কের বরফ গলাকে সন্দেহের চোখে দেখছে জাপান। টোকিও বলছে, পিয়ংইয়ংয়ের আক্রমণাত্মক অবস্থানের নমনীয়তায় বিশ্বের অন্ধ হওয়া উচিত হবে না।

সূত্র : বিবিসি।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।