কলম্বিয়ায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত : নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৩০ এএম, ১৭ জানুয়ারি ২০১৮

কলম্বিয়ায় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে দশজন নিহত হয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, মঙ্গলবার উত্তরাঞ্চলীয় আন্তিওকুইয়া প্রদেশের সেগোভিয়া শহরের কাছে কপ্টারটি বিধ্বস্ত হয়। খবর রয়টার্স।

বিধ্বস্ত হওয়া এমআই-১৭ কপ্টারটি রাশিয়ার তৈরি। দুর্ঘটনার সময় কপ্টারটিতে আট সেনা সদস্য এবং দুই বেসামরিক নাগরিক ছিলেন। মঙ্গলবার সকালে ককেসিয়া শহর থেকে ফিরছিল কপ্টারটি। এর আরোহীরা সেনাবাহিনীর জ্বালানি সংরক্ষণাগার পরিদর্শনের কাজে নিয়োজিত ছিলেন।

এক সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর বিমান পরিবহন বিভাগের প্রধান জেনারেল হুয়ান ভিসেন্তে ট্রুজিলো বলেছেন, এই দুর্ঘটনার পেছনের কারণ খুঁজে বের করতে তদন্ত করা হচ্ছে।

সরকারের সঙ্গে যুদ্ধবিরতী চুক্তি শেষ বিদ্রোহী গোষ্ঠী দ্য ন্যাশনাল লিবারেশন আর্মি (ইএলএন) পুণরায় ওই অঞ্চলে সক্রিয় হয়ে উঠেছে এবং আক্রমণ শুরু করেছে। ট্রুজিলো জানিয়েছেন, নিহতদের মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী।

টিটিএন/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।