ঝড়ের কারণে যুক্তরাষ্ট্রে কয়েকশ ফ্লাইট বাতিল

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৫০ এএম, ১৭ জানুয়ারি ২০১৮

দ্বিতীয় বারের মতো ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্র। ঝড়ের কারণে মঙ্গলবার কয়েকশ ফ্লাইট বাতিল করা হয়েছে বলে বিভিন্ন এয়ারলাইন্সের তরফ থেকে জানানো হয়েছে।

টেক্সাসের দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড় আঘাত হেনেছে। পূর্ব উপকূলে ভারী তুষারপাত এবং বৃষ্টির কারণে বুধবারের সব ফ্লাইট বাতিল করা হয়েছে।

ঝড় আঘাত হানার পর বিশ্বের সর্ববৃহৎ এয়ার লাইন আমেরিকান এয়ারলাইন্স মঙ্গলবার এবং বুধবার তাদের প্রায় ২৭০টি ফ্লাইট বাতিল করেছে।

যুক্তরাষ্ট্রের দ্বিতীয় জনপ্রিয় রাইভাল ডেলটা এয়ার লাইন্স মঙ্গলবার প্রায় ২৭৫টি ফ্লাইট বাতিল করেছে। নিউইয়র্ক এবং বোস্টনে আরও কয়েকটি ফ্লাইট বাতিল করা হতে পারে বলে জানানো হয়েছে।

অপরদিকে তৃতীয় বৃহত্তম ইউনাইটেড এয়ারলাইন্স জানিয়েছে, তারা মঙ্গলবার সাতশোর বেশি ফ্লাইট বাতিল করেছে।

টিটিএন/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।