ড্রাইভিং লাইসেন্স পেতে ঘুষ, আমিরাতে নারীর কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:৩৭ পিএম, ১৫ জানুয়ারি ২০১৮

 

সংযুক্ত আরব আমিরাতের সারজাহ পুলিশের ট্রাফিক এবং লাইসেন্স ডিপার্টমেন্ট থেকে ড্রাইভিং লাইসেন্স পেতে এক নারী কর্মীকে চকলেট এবং ৫শ দিরহাম দেয়ার প্রস্তাব দিয়েছিলেন এক আরব নারী। অবৈধভাবে লাইসেন্স নেয়ার চেষ্টা করায় ওই নারীকে ছয় মাসের কারাদণ্ড এবং ৫ হাজার দিরহাম জরিমানা করা হয়েছে।

একবার দু'বার নয় ওই নারী ছয়বার ড্রাইভিং টেস্টে অনুত্তীর্ণ হন। সে কারণে তিনি ড্রাইভিং লাইসেন্স দেয়ার জন্য এক নারী কর্মীর কাছে সহায়তা চান। ওই নারীর বিরুদ্ধে ঘুষ প্রদানের অভিযোগ এনেছে আদালত।

নারী ট্রাফিক কর্মকর্তা জানিয়েছেন, তিনি পুলিশকে এ বিষয়ে জানিয়েছেন। তার চাকরি ক্ষেত্রে আইন লঙ্ঘন করে এমন কোনো কিছুই তিনি করতে পারেন না বলে উল্লেখ করেছেন ওই ট্রাফিক কর্মকর্তা।

তবে আদালতে শুনানির সময় অভিযুক্ত ওই নারী বলেন, তিনি টাকা এবং চকলেট উপহার হিসেবে দিয়েছিলেন। এগুলোকে ঘুষ হিসেবে প্রদান করেননি তিনি।

টিটিএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।