২০৪০ সালে আমেরিকার দ্বিতীয় বৃহত্তম ধর্ম হবে ইসলাম : পিউ রিসার্চ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:৫৯ পিএম, ১৩ জানুয়ারি ২০১৮

আগামী দুই দশকের মধ্যে ইসলাম যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠীর ধর্মে পরিণত হবে। মার্কিন গবেষণাপ্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য ওঠে এসেছে। দেশটিতে মুসলমানদের সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে বলে জানিয়েছে পিউ রিসার্চ।

পিউ রিসার্চ সেন্টারের যৌথ এক জরিপে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে মুসলমানদের সংখ্যা ত্বরিত গতিতে বাড়ছে। দেশটিতে বর্তমানে ৩০ লাখ ৪৫ হাজার মুসলমান রয়েছে; তবে ২০৫০ সালে এ সংখ্যা ৮০ লাখ ১০ হাজারে পৌঁছাবে। এর ফলে যুক্তরাষ্ট্রে ইহুদিদের ছাড়িয়ে মুসলমানরা দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠী হবে।

পিউ রিসার্চ বলছে, ২০১৬ সালে যুক্তরাষ্ট্রে রেকর্ডসংখ্যক মুসলিম অভিবাসন নিয়ে পাড়ি জমিয়েছে। এ মুসলমানদের তিন-চতুর্থাংশই বর্তমানে যুক্তরাষ্ট্রের অভিবাসী অথবা অভিবাসীদের সন্তান।

মার্কিন এ গবেষণা সংস্থা বলছে, যুক্তরাষ্ট্রে বর্তমানে মুসলিমদের অধিকাংশই তরুণ। এর অর্থ হচ্ছে সন্তান জন্মদানের উচ্চহার রয়েছে তাদের।

তবে আমেরিকায় মুসলমানরা দ্বিতীয় বৃহত্তম গোষ্ঠী হওয়ার সম্ভাবনা থাকা সত্ত্বেও তারা দেশটির মোট জনসংখ্যার মাত্র ২.১ শতাংশ হবে।

সূত্র : সিয়াসাত।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।