আইএসের তেল শোধনাগারগুলোতে মিত্র বাহিনীর হামলা


প্রকাশিত: ১০:৪১ এএম, ২৫ সেপ্টেম্বর ২০১৪

সিরিয়ায় আইএস (ইসলামিক স্টেট) নিয়ন্ত্রিত তেল শোধনাগারগুলোতে বুধবার রাতে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন মিত্র বাহিনী। পূর্ব সিরিয়ায় যুক্তরাষ্ট্র, সৌদি আরব ও সংযুক্ত আরব অমিরাতের যুদ্ধবিমান এ হামলা পরিচালনা করে। খবর আলজাজিরা ও বিবিসির।

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী জানিয়েছে, বুধবার আল মায়াদিন, আল হাসাকাহ ও আবু কামাল এলাকার তেল শোধনাগারগুলোকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।

দেশটির সেন্ট্রাল কমান্ডের বিবৃতিতে বলা হয়েছে, ১২টি তেল শোধনাগারকে লক্ষ্য করে মোট ১৩টি হামলা চালানো হয়েছে। ওই হামলায় আইএস’র ব্যবহৃত একটি যান ধ্বংস হয়েছে বলেও জানিয়েছে তারা।

মানবাধিকারকর্মীরা জানিয়েছেন, ওই হামলায় আইএস’র ১৪ যোদ্ধা ও পাঁচ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী জানিয়েছে, ওই তেল শোধনাগারগুলো থেকে প্রতিদিন ২০ লাখ ইউএস ডলারেরও বেশি রাজস্ব আয় করে থাকে আইএস।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।