সাবেক মার্কিন প্রেসিডেন্ট বুশ হাসপাতালে


প্রকাশিত: ০৫:০৫ এএম, ১৬ জুলাই ২০১৫

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার তিনি পড়ে গিয়ে ঘাড়ে ব্যথা পান। এরপর পোর্টল্যান্ডের একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। খবর এএফপি’র।

চিকিৎসকরা জানান, পড়ে যাওয়ায় সাবেক এই প্রেসিডেন্টের ঘাড়ের হাড় ভেঙে গেছে। তাঁকে চিকিৎসা দেয়া হচ্ছে। টুইটারে এক বার্তায় বুশের মুখপাত্র জিম ম্যাকগ্র্যাথ জানান, বুশের অবস্থা স্থিতিশীল। তবে তাঁকে গলায় একধরণের বন্ধনী পড়তে হবে। তিনি বলেন, নিজের বাড়িতেই অসাবধানবশত পড়ে যান বুশ।

জর্জ এইচ ডব্লিউ বুশ যুক্তরাষ্ট্রের ৪১ তম প্রেসিডেন্ট। তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের বাবা। তার বয়স ৯০ বছর।

এসআইএস/এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।