আমিরাতের ক্রাউন প্রিন্সকে মোদির ফোন

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:৫৩ পিএম, ১০ জানুয়ারি ২০১৮

আরব আমিরাতের ক্রাউন প্রিন্স এবং দেশটির সামরিক বাহিনীর ডেপুটি সুপ্রিম কমান্ডার শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে ফোন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার তাদের দু’জনের মধ্যে ফোনে আলাপ হয়। খবর গালফ নিউজ।

তারা দু’দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ এবং সহযোগিতার সম্পর্ক আরও মজবুত করার বিষয়ে আলাপ করেন তারা। অর্থনৈতিক এবং বিনিয়োগসহ বিভিন্ন বিষয়ে পারস্পরিক সহযোগিতা এবং দু’দেশের জন্য উদ্বেগজনক বিষয় নিয়ে আলোচনা করেছেন মোদি এবং শেখ মোহাম্মদ বিন জায়েদ।

সাম্প্রতিক সময়ে চলমান বিভিন্ন ইস্যু এবং আন্তর্জাতিক উন্নয়ন বিষয়েও কথা বলেছেন তারা। তাদের এই ফোনালাপের পর দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।

টিটিএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।