মাঝ আকাশে বিমানের ককপিটে নারী পাইলটকে থাপ্পড়, অতঃপর...

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:৪৭ পিএম, ০৯ জানুয়ারি ২০১৮

বিমানের ককপিটে এক নারী পাইলটকে থাপ্পড় মেরেছিলেন জেট এয়ারওয়েজের এক পুরুষ পাইলট। মাঝ আকাশে ৩২৪ আরোহী নিয়ে বিমানটি যখন আকাশে উড়ছিল সেই সময় দুই পাইলটের কথার লড়াই রূপ নেয় হাতাহাতিতে। এ ঘটনা তদন্তের পর ওই দুই পাইলটকেই বরখাস্ত করেছে জেট এয়ারওয়েজ কর্তৃপক্ষ।

পাইলটের সঙ্গে বাগ-বিতণ্ডায় জড়িয়ে পড়ার পর নারী পাইলট কান্নায় ভেঙে পড়েন। বিমানের ক্রুরা পরিস্থিতি শান্ত করতে তাকে কেবিনে নিয়ে যান। পরে বিমানের পুরুষ পাইলটও ককপিট থেকে বেরিয়ে আসেন। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, একপর্যায়ে বিমানটি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। একটু পর ককপিটে ফিরে যান পুরুষ চালক।

গত সোমবার লন্ডন-মুম্বাই রুটে জেট এয়ারওয়েজের ওই বিমানে এ ঘটনা ঘটে। মঙ্গলবার জেট এয়ারওয়েজ কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলছে, ঘটনার ফলাফল পর্যালোচনার পর... উভয় পাইলটকে বরখাস্ত করা হয়েছে।

বিবৃতিতে উভয় পাইলট ভুল বোঝাবুঝির কারণে বিবাদে জড়িয়ে পড়েছিলেন বলে জানিয়েছে জেট এয়ারওয়েজ কর্তৃপক্ষ। একই সঙ্গে পরিস্থিতি দ্রুত শান্ত করা হয়েছিল বলেও জানানো হয়েছে।

সূত্র : এএফপি।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।